অনেকদিন পর ফেরত আসলাম। আজকের টিউটোরিয়াল ICommand এর একটি সহজ ও Reusable Implementation যার নাম DelegateCommand, তার উপরে। DelegateCommand implement হয় ICommand interface দিয়েই এবং এটি ICommand এর ব্যবহারকে অনেকটাই সহজ করে দেয়। আশা করি সবার ভালো লাগবে।
পুনশ্চ: যদি আপনি Introduction to ICommand দেখে না থাকেন তাহলে অনুগ্রহ করে দেখে আসুন।
প্রজেক্ট সোর্স পাওয়া যাবে এই লিংকে – http://sdrv.ms/1dYX3pT