Windows Phone 8.1 for Newbies – Navigation of Windows Phone 8.1 – Frame, Page and SuspensionManager

Windows Phone for Newbies সিরিজে এবার আমাদের বিষয় Windows Phone 8.1 এর নেভিগেশন মডেল। আমরা আজকে দেখবো আপনি একটি নতুন একটি অ্যাপ এ নেভিগেশন কিভাবে handle করবেন। আরো দেখবো আসলে নেভিগেশন কি করে হয়।

শুরুতে আমাদের দরকার একটি নতুন অ্যাপ। তো চলে যান আপনার Visual Studio তে। আমি ব্যবহার করছি Visual Studio 2013 Community Edition. আসুন খুলে নেই নতুন একটি প্রজেক্ট। চলে যান ফাইল -> নিউ প্রজেক্ট

Navigation-1

এখানে দেখতে পাবেন আপনার জন্যে বেশ কয়েকটি প্রজেক্ট টেমপ্লেট আছে। Blank, Pivot, Hub app এই তিনটি টেমপ্লেট আছে। আপনি যদি Pivot অথবা hub টেমপ্লেট সিলেক্ট করেন তাহলে NavigationHelper, SuspensionManager এর মতো Helper Class গুলো পেয়ে যাবেন। কিন্তু এখনকার জন্যে সেগুলো আপনার জন্যে একটু বেশি হয়ে যাবে। আসুন আমরা blank template নিয়ে এগিয়ে যাই।

তো তৈরী করে ফেলুন একটি Blank App. আমি আগেই বলেছি আমরা কিছু Helper Class পাবোনা এই টেমপ্লেট এ। একটি ছোট হ্যাক আছে সেগুলো এই টেমপ্লেট এ নিয়ে আসার। প্রথমে আপনি MainPage.xaml পেজটি Solution explorer থেকে delete করে দিন। এবার Solution Explorer এ সলুশ্যন এর নাম এর ওপরে right click করে Add-> New Item এ চলে যান।

Navigation-2

এরপর সিলেক্ট করুন Basic Page. দেখবেন নিচের মতো একটি পপ আপ ভেসে উঠবে।

Navigation-3

Navigation-4

এখন দেখবেন আপনার প্রজেক্টের Common Folder এ নিচের class গুলো যোগ হয়ে গিয়েছে।

Navigation-5

আমাদের আজকের বিষয় যেহেতু Navigation আমরা শুধু NavigationHelper আর SuspensionManager নিয়ে কথা বলবো।

SuspensionManager এবং Frame:

Windows Phone 8.1 এ আপনার UI টি আসলে বসে থাকে একটি Frame UI control এর উপর এবং এই Frame টি জানে কিভাবে এক Page হতে অন্য Page এ নেভিগেট করতে হয়। এখানেই উইন্ডোজ ফোন ৮.১ উইন্ডোজ ফোন ৮ থেকে আলাদা। এখানে একটি page এ একাধিক Frame থাকতে পারে। আপনি চাইলেই পারেন একটি Single Page Application বানাতে। এবং যেহেতু একটি Frame এ আপনার Navigation History (কোন পেইজ থেকে কোন পেইজে গিয়েছেন তার লিস্ট) থাকে সেহেতু একটি Page এ multiple frame থাকলে multiple navigation history ও থাকতে পারে। তবে তার কথায় এখন যাচ্ছিনা।

আসুন আমরা দেখি Frame কোথায় তৈরী হয়। এটি তৈরী হয় Application.OnLaunched (app.xaml.cs) এ। এটি Window.content property তে দেখে যে main UI টি তৈরী হয়েছে কিনা। না হলে তৈরী করে নেয়। এভাবেই আপনার root frame তৈরী হয়।

protected override void OnLaunched(LaunchActivatedEventArgs e)
        {
#if DEBUG
            if (System.Diagnostics.Debugger.IsAttached)
            {
                this.DebugSettings.EnableFrameRateCounter = true;
            }
#endif

            Frame rootFrame = Window.Current.Content as Frame;

            // Do not repeat app initialization when the Window already has content,
            // just ensure that the window is active
            if (rootFrame == null)
            {
                // Create a Frame to act as the navigation context and navigate to the first page
                rootFrame = new Frame();

                // TODO: change this value to a cache size that is appropriate for your application
                rootFrame.CacheSize = 1;

                if (e.PreviousExecutionState == ApplicationExecutionState.Terminated)
                {
                    // TODO: Load state from previously suspended application
                }

                // Place the frame in the current Window
                Window.Current.Content = rootFrame;
            }

            if (rootFrame.Content == null)
            {
                // Removes the turnstile navigation for startup.
                if (rootFrame.ContentTransitions != null)
                {
                    this.transitions = new TransitionCollection();
                    foreach (var c in rootFrame.ContentTransitions)
                    {
                        this.transitions.Add(c);
                    }
                }

                rootFrame.ContentTransitions = null;
                rootFrame.Navigated += this.RootFrame_FirstNavigated;

                // When the navigation stack isn't restored navigate to the first page,
                // configuring the new page by passing required information as a navigation
                // parameter
                if (!rootFrame.Navigate(typeof(MainPage), e.Arguments))
                {
                    throw new Exception("Failed to create initial page");
                }
            }

            // Ensure the current window is active
            Window.Current.Activate();
        }

এখন একটু ভালোমতো খেয়াল করে দেখবেন frame একটি content control (এর একটি content property) আছে আর কি। এর বেশ কিছু method আছে যেমন (Navigate, CanNavigate) এবং এটি আপনার Navigation BackStack manage করে। কিন্তু যে দুটো ফাংশন নিয়ে আমি কথা বলতে চাই তা হচ্ছে

  • GetNavigationState
  • SetNavigationState

মনে করি আমাদের অ্যাপ এ ৩টি পেইজ আছে, প্রত্যেক পেইজে navigate করার সময় একটি param পাঠানো যায়। তাহলে navigation stack টা দাঁড়ায় এরকম Page 1 ( param 1 ) –> Page 2 ( param 2 ) –> Page 3 ( param 3 )

এখন আমরা যদি চাই কোন Page এর Frame এর state জানতে আমরা GetNavigationState() ব্যবহার করতে পারি। আমরা চাইলে Frame টি destroy করতে পারি এবং নতুন করে recreate করতে পারি। এবং চাইলে Frame টি যেখানে ছিলো সেইখানে তাকে রেখে আসতে পারি SetNavigationState() ফাংশনটি ব্যবহার করে।

যদি আমাদের navigation parameter এ সব দেয়া থাকে (যেটা navigate করার সময় আমরা পাঠিয়েছিলাম) তাহলে আমরা যে কোন Frame যে কোন অবস্থা থেকে পুনরায় তৈরী করতে পারবো। এটি কাজে লাগে তখন যখন আমাদের কোন অ্যাপ OS থেকে terminate হয়ে যায় এবং আমরা অ্যাপটিকে ঠিক আগের জায়গা থেকে শুরু করাতে চাই। আর এই কাজটি করতে পারে SuspensionManager class.

এখন SuspensionManager এ আমাদের Frame restore করতে চাইলে একে জানতে হবে Frame কোনটি। তাই Grid, Hub এইসব প্রজেক্ট টেমপ্লেট এ SuspensionManager এ Frame register করা থাকে। আপনি যদি blank template ব্যবহার করে থাকেন তাহলে আপনার OnLaunched মেথডে নিচের কোডটুকু যোগ করে ফেলুন।


Frame rootFrame = Window.Current.Content as Frame;

// Do not repeat app initialization when the Window already has content,
// just ensure that the window is active
if (rootFrame == null)
{
// Create a Frame to act as the navigation context and navigate to the first page
rootFrame = new Frame();

// MT: Register the Frame with the SuspensionManager.
SuspensionManager.RegisterFrame(rootFrame, "rootFrameKey");

তাহলে আসুন দেখি আমরা এতোক্ষণ কি দেখলাম।

navigation -5

এই register করার মাধ্যমে SuspensionManager জেনে নেয় এই Frame টি তে প্রয়োজনের সময় সে ফেরত আসতে পারবে।

SuspensionManager কিভাবে Frame restore করে

আসুন দেখি কিভাবে app terminate হয়ে যাবার পর ও আমরা একই Frame এ ফেরত যেতে পারি। আপনার Application.OnLaunched override এ এই কোডটুকু already আছে:


if (e.PreviousExecutionState == ApplicationExecutionState.Terminated)
{
//TODO: Load state from previously suspended application
}

সাথে এইটুকু যোগ করে নিলেই হলো। এখন আপনার অ্যাপ Terminate হয়ে গেলেও user তার আগের Frame এ ফেরত যেতে পারবে। News app এর feature হিসেবে চমৎকার।


if (e.PreviousExecutionState == ApplicationExecutionState.Terminated)
{
//TODO: Load state from previously suspended application
await SuspensionManager.RestoreAsync();
}

এটি একটি async call কারণ SuspensionManager আপনার ফোনের Storage এ গিয়ে Frame navigation history খুঁজে বের করে এবং Frame টি কে SetNavigationState method এর মাধ্যমে তার পুরনো জায়গায় ফেরত দিয়ে আসে।

navigation - 6

মনে রাখবেন সব সময় এই কাজটি করবার দরকার নেই । অনেক আগে একটি অ্যাপ বন্ধ হয়ে গেলে সেটিকে আবার সেই পুরনো স্টেট এ নিয়ে যাবার দরকার নেই। আপনি চাইলেই এরকম একটি কোড সেগমেন্ট রাখতে পারেন যেখানে একটি নির্দিষ্ট সময় বা ইউজার বললে অ্যাপটি আর Frame restore করবেনা।

মজার ব্যাপার হচ্ছে restore করতে হলে state save করতে হয়। আমরা register এবং restore করেছি। save করিনি। state save না করলে restore কি করে হবে বলুন? 🙂

SuspensionManager কিভাবে App Suspension এর সময় State save করে

যখনি আপনার অ্যাপ টি Suspend হচ্ছে (terminate নয়) তখন ই আপনার অ্যাপটির SuspensionManager এর state disk এ save করলে পরে আপনি অ্যাপটি চালু করলে সে আবার পুনরায় আগের অবস্থায় Frame টি কে নিয়ে যাবে।

navigation - 7

যেহেতু এটি Suspension এর ইস্যু তাই আমাদের Application.OnSuspending handler লিখতে হবে এবং এটিতে আপনি Frame State save করতে পারেন এভাবে:


private async void OnSuspending(object sender, SuspendingEventArgs e)
{
var deferral = e.SuspendingOperation.GetDeferral();

await SuspensionManager.SaveAsync();

deferral.Complete();
}

উপরের ছবিটি খেয়াল করে দেখলে বুঝবেন SuspensionManager একটি Global set of state রাখে নিজের কাছে যেটি আপনি SuspensionManager.SessionState হতে ব্যবহার করতে পারেন। এই Global State এর মধ্যে থাকে একটি Dictionary থাকে যাতে প্রতিটি Frame থাকে এবং তার মধ্যে প্রতিটি Page এর State এর একটি Dictionary থাকে যা NavigationHelper class ব্যবহার করে। আমরা এটি নিয়ে একটু পরে দেখবো।

কিছু নতুন Page যোগ করা:

আমি জানি অনেকেই সরাসরি এই জিনিসটি দেখতে চান কিন্তু যেহেতু Windows Phone 8.1 একটু আলাদা Windows Phone 8 থেকে তাই Frame এবং Page এর ব্যপারে কিছু না বললে ই নয়। আপনি যদি পুরোটা আগে পড়ে থাকেন তাহলে আপনি অবশ্যই উইন্ডোজ ফোন ৮.১ এর নেভিগেশন মডেল বেশ ভালোভাবে জানেন।

আমরা চলে যাই আবার Visual Studio 2013 এ। আমরা উপরে লেখা উপায়ে আরো দুটি Basic Page (Blank page নয়) যোগ করবো। প্রতিটি ক্ষেত্রেই আমি Add New Item dialog টি ব্যবহার করেছি।

আমার যোগ করা Page গুলোর নাম SecondPage এবং ThirdPage

আমার MainPage.xaml টি নিচের মতো:


<Page x:Name="pageRoot"
x:Class="BlankApp.SecondPage"
DataContext="{Binding DefaultViewModel, RelativeSource={RelativeSource Self}}"
xmlns="http://schemas.microsoft.com/winfx/2006/xaml/presentation"
xmlns:x="http://schemas.microsoft.com/winfx/2006/xaml"
xmlns:local="using:BlankApp"
xmlns:common="using:BlankApp.Common"
xmlns:d="http://schemas.microsoft.com/expression/blend/2008"
xmlns:mc="http://schemas.openxmlformats.org/markup-compatibility/2006"
mc:Ignorable="d">

<Grid Background="Green">
<Grid.ChildrenTransitions>
<TransitionCollection>
<EntranceThemeTransition />
</TransitionCollection>
</Grid.ChildrenTransitions>
<Grid.RowDefinitions>
<RowDefinition Height="140" />
<RowDefinition Height="*" />
</Grid.RowDefinitions>

<!-- Back button and page title -->
<Grid>
<Grid.ColumnDefinitions>
<ColumnDefinition Width="120" />
<ColumnDefinition Width="*" />
</Grid.ColumnDefinitions>

<TextBlock x:Name="pageTitle"
Style="{StaticResource HeaderTextBlockStyle}"
Grid.Column="1"
IsHitTestVisible="false"
TextWrapping="NoWrap"
VerticalAlignment="Bottom"
Margin="0,0,30,40" />
</Grid>
<StackPanel Grid.Row="1"
Margin="120,0,0,0">
<TextBox x:Name="txtMainPageOne"
Text="Not Set" />
<Button Content="Navigate Second Page"
Click="OnNavigateSecondPage" />
</StackPanel>
</Grid>
</Page>

সবচেয়ে কাজে লাগার Method টি হচ্ছে OnNavigateSecondPage যেটি আপনাকে Second Page এ নিয়ে যাবে।


private void OnNavigateSecondPage(object sender, RoutedEventArgs e)
{
this.Frame.Navigate(typeof(SecondPage), this.txtMainPageOne.Text);
}

খেয়াল করে দেখবেন txtMainPageOne টেক্সটবক্স এ যা ছিলো তা আমি parameter হিসেবে SecondPage.xaml এ পাঠিয়ে দিয়েছি।

SeondPage.xaml দেখতে এরকম:


<Page x:Name="pageRoot"
x:Class="BlankApp.SecondPage"
DataContext="{Binding DefaultViewModel, RelativeSource={RelativeSource Self}}"
xmlns="http://schemas.microsoft.com/winfx/2006/xaml/presentation"
xmlns:x="http://schemas.microsoft.com/winfx/2006/xaml"
xmlns:local="using:BlankApp"
xmlns:common="using:BlankApp.Common"
xmlns:d="http://schemas.microsoft.com/expression/blend/2008"
xmlns:mc="http://schemas.openxmlformats.org/markup-compatibility/2006"
mc:Ignorable="d">

<Grid Background="Green">
<Grid.ChildrenTransitions>
<TransitionCollection>
<EntranceThemeTransition />
</TransitionCollection>
</Grid.ChildrenTransitions>
<Grid.RowDefinitions>
<RowDefinition Height="140" />
<RowDefinition Height="*" />
</Grid.RowDefinitions>

<!-- Back button and page title -->
<Grid>
<Grid.ColumnDefinitions>
<ColumnDefinition Width="120" />
<ColumnDefinition Width="*" />
</Grid.ColumnDefinitions>

<TextBlock x:Name="pageTitle"
Style="{StaticResource HeaderTextBlockStyle}"
Grid.Column="1"
IsHitTestVisible="false"
TextWrapping="NoWrap"
VerticalAlignment="Bottom"
Margin="0,0,30,40" />
</Grid>
<StackPanel Grid.Row="1"
Margin="120,0,0,0">
<TextBox x:Name="txtSecondPageOne"
Text="Not Set" />
<Button Content="Navigate Thid Page"
Click="OnNavigateThirdPage" />
</StackPanel>
</Grid>
</Page>

তার মানে MainPage থেকে পাঠানো parameter আমি access করতে পারবো navigationHelper_LoadState method এ।


private void navigationHelper_LoadState(object sender, LoadStateEventArgs e)
{
this.pageTitle.Text = (string)e.NavigationParameter;
}

private void OnNavigateThirdPage(object sender, RoutedEventArgs e)
{
this.Frame.Navigate(typeof(ThirdPage), this.txtSecondPageOne.Text);
}

দেখতেই পাচ্ছেন SeconPage থেকে ThirdPage এও যাবার সময় আমি একটি parameter পাঠিয়ে দিচ্ছি যা txtSecondPageOne textbox এ লেখা। এবং NavigationHelper class এখন আমাদের কাজে লাগলো কারণ এটি মাত্রই আমাদের Navigation Parameter e হতে MainPage.xaml হতে পাঠানো parameter টি লোড করলো।

আমাদের ThirdPage.xaml টি হলো:


<Page x:Name="pageRoot"
x:Class="BlankApp.ThirdPage"
DataContext="{Binding DefaultViewModel, RelativeSource={RelativeSource Self}}"
xmlns="http://schemas.microsoft.com/winfx/2006/xaml/presentation"
xmlns:x="http://schemas.microsoft.com/winfx/2006/xaml"
xmlns:local="using:BlankApp"
xmlns:common="using:BlankApp.Common"
xmlns:d="http://schemas.microsoft.com/expression/blend/2008"
xmlns:mc="http://schemas.openxmlformats.org/markup-compatibility/2006"
mc:Ignorable="d">

<Grid Background="Orange">
<Grid.ChildrenTransitions>
<TransitionCollection>
<EntranceThemeTransition />
</TransitionCollection>
</Grid.ChildrenTransitions>
<Grid.RowDefinitions>
<RowDefinition Height="140" />
<RowDefinition Height="*" />
</Grid.RowDefinitions>

<!-- Back button and page title -->
<Grid>
<Grid.ColumnDefinitions>
<ColumnDefinition Width="120" />
<ColumnDefinition Width="*" />
</Grid.ColumnDefinitions>

<TextBlock x:Name="pageTitle"
Style="{StaticResource HeaderTextBlockStyle}"
Grid.Column="1"
IsHitTestVisible="false"
TextWrapping="NoWrap"
VerticalAlignment="Bottom"
Margin="0,0,30,40" />
</Grid>
</Grid>

</Page>

এখন খেয়াল করে দেখবেন আপনার অ্যাপটি নেভিগেট করার সময় প্যারামিটার ঠিকমতো পাস করে নিয়ে যাচ্ছে কিন্তু ব্যাক বাটন চাপলে অ্যাপটি বন্ধ হয়ে যাচ্ছে।

navigation - 8

 

এর কারণ এবং বের হবার উপায় আমরা দেখবো পরের পোস্ট এ। সেখানে আরো দেখবো কিভাবে পেজ ক্যাশ করতে হয়। 🙂

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s